Sajik, Rangamiti
4 Days
Ecotourism
32 persons
Dhaka
প্রথম দিন (বৃহস্পতিবার) :
ঢাকা (আরামবাগ) বাসস্টেন্ডে রাত ১০টায় গাইড ও সবাই একসাথে মিলিত হওয়া তারপর বাসে যাত্রা শুরু। চেয়ার কোচ। মধ্যরাতে কুমিল্লায় যাত্রা পথে ২০মিনিটের বিরতি।
দ্বিতীয় দিন (শুক্রবার ):
ভোরে খাগড়াছড়ি পৌছে যাবো ইনশাল্লাহ। সকালের নাস্তা করে রওয়ানা হবো সাজেকের উদ্দেশ্যে। গাড়ি ২দিনের জন্য রিজার্ভ করা থাকবে। দুপুরে সাজেকে পৌছে কটেজে চেক-ইন। তারপর ফ্রেস হয়ে খেয়ে নিবো দুপুরের খাবার। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম। বিকালে ঘুরে আসবো লুসাই হেরিটেজ পার্ক, হেলিপেড ও রক গার্ডেন, সন্ধ্যায় রুইলুই পাড়া নিজের মতো করে ঘুরে দেখবো । রাত সাড়ে ৮টায় সবাই একসাথে বসে খেয়ে নিবো রাতের খাবার। সাজেকে রাতে থাকার উদ্দেশ্য সকালে মেঘ দেখা, তাই সে অনুযায়ী ঘুম।
তৃতীয় দিন (শনিবার):
ভোরবেলা ঘুম থেকে উঠে কংলাক পাহাড়ে যাবো ঘুড়তে, কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া, মেঘ দেখার জন্য সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৮টায় নাস্তা করে সাড়ে ৯টায় কটেজ থেকে চেকআউট। তারপর সকাল সাড়ে ১০টায় আর্মি এস্কর্টের সাথে সাজেক ত্যাগ। খাগড়াছড়ি যাবার পথে হাজাছাড়া ঝর্ণা ভ্রমন(সম্ভাব্য – অনুমতি ও পরিবেশ বিবেচনায়)। দুপুরে খাগড়াছড়ির আদিবাসী রেস্তোরায় দুপুরের খাবার।
দুপুরের খাবারের পর রহস্যময় আলুটিলা গুহার দিকে যাত্রা। শেষ বিকালে যাবো তারেং অথবা হর্টিকালচার পার্ক Covid-১৯ এর কারণে তারেং প্রবেশ সাময়িক বন্ধ আছে । তারপর আমরা চলে যাবো হোটেলে ফ্রেস হওয়ার জন্য, সেখানে গ্রূপ রুম নেবো জাস্ট ফ্রেস হওয়ার জন্য, ছেলেদের ও মেয়েদের জন্য পৃথক রুম। সন্ধ্যা ৭.৩০ এ রুম থেকে চেকআউট করে, সিস্টেম রেস্টুডেন্টে চলে আসবো রাতের খাবার খেতে। সাড়ে ৮টার ভিতর খাবার পর্ব শেষ করে রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
চতুর্থ দিন (রবিবার):
ভোর ৫টায় ঢাকা রিটার্ন।
দ্বিতীয় দিনের খাবার:
সকালের নাস্তা: রুটি, ডাল, ভাজি, সিদ্ধ ডিম, চা
দুপুরের খাবার: সাদা জুম চালের ভাত, দেশি মুরগির তরকারি, সবজি, ডাল
রাতের খাবার: সাদা জুম চালের ভাত, চিকেন, ২ রকম পাহাড়ি সবজি, ভর্তা, ডাল
তৃতীয় দিনের খাবার:
সকালের নাস্তা: খিচুড়ি, ডিম ভুনা, আলু ভর্তা
দুপুরের খাবার: সাদা ভাত, দেশি মুরগির তরকারি, সবজি, মাছ ফ্রাই, ডাল
রাতের খাবার: সাদা ভাত, হাঁসের কালো ভুনা, লাউ চিংড়ি, সবজি, ডাল
হানিমুন কটেজে ২জন এডাল্ট : জনপ্রতি ৭৮০০/-
১ রুমে ৩জন এডাল্ট: জনপ্রতি ৭০০০/-
১ রুমে ৪জন এডাল্ট: জনপ্রতি ৬৮০০/-
কমফোর্ট প্যাকেজ (ফদাং থাং রিসোর্ট বা সমমানের )
১ রুমে ২জন এডাল্ট : জনপ্রতি ৬৭৫০/-
১ রুমে ৩জন এডাল্ট: জনপ্রতি ৬২৫০/-
১ রুমে ৪জন এডাল্ট: জনপ্রতি ৬০০০/-
১ রুমে ২জন এডাল্ট : জনপ্রতি ৫৮০০/-
১ রুমে ৩জন এডাল্ট: জনপ্রতি ৫৫০০/-
১ রুমে ৪জন এডাল্ট: জনপ্রতি ৫২৫০/-
শিশু ৩ বছরের নিচে হলে ফ্রি!!
শিশু ৩-৫ বছর ৪৫০০/- মাত্র। (এডাল্টের সকল সুবিধা পাবে, বাবা-মা’র সাথে বেড শেয়ার করবে)
এসি বাস (আসা যাওয়া) জনপ্রতি ১২০০/= যোগ হবে।
হানিফ / সেন্টমার্টিন হুন্দাই বিজনেস ক্লাস (আসা যাওয়া) জনপ্রতি ১৪০০/= যোগ হবে